দাগনভূঞা ছাত্রদল নেতা গ্রেফতার

 

জিয়া উদ্দিন জাবেদ > ফেনীর দাগনভূঞা উপজেলা মাতুভূঞা ইউনিয়নের ছাত্রদলের যুগ্ন-আহবায়ক নুর মোহাম্মাদ পলাশ শুক্রবার রাত সাড়ে ১০ টায় ফেনীর পাঠান বাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। 

দাগনভূঞা থানার উপ-পরির্দশক সাইফুল ইসলামরে কাছে জানা যায় নুর মোহাম্মাদ পলাশ ৪ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী।

দাগনভূঞা থানা ছাত্রদলের সভাপতি নিজাম উদ্দিন হুদন বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি সরকার বিরোধী আন্দোলনের সময় সরকার ও পুলিশের গনহারে মামলার  অংশ হিসেবে নুর মোহাম্মাদ পলাশ কে ও ছাত্রদল করার সুবাদে মামলা দেয়া হয়। তিনি  তার মুক্তি কামনা করেন ও তীব্র নিন্দা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *