জাহিদ হাসান জিহাদঃ গাজীপুর জেলার জয়দেবপুর থানার চান্দনা চৌরাস্তা বোর্ড বাজার অন্তর গত এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ ও মাদক বিক্রতো ও সেবনকারীদের কাছে এক আতঙ্কের নাম এস আই জাকির হোসেন তিনি জয়দেবপুর থানার অন্তর্গত ভোগড়া পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই তিনি সন্ত্রাস চাঁদাবাজ মাদক মুক্ত এলাকা গড়তে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছনে। একের পর এক অভিযিান আর একারনেই এস আই জাকির হোসেনের আতঙ্করে মধ্যে রয়ছেে এলাকার মাদক ব্যবসায়ী ও সবেনকারীরা তথ্য-অনুসন্ধানে জানাগেছে, ভোগড়া পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেইদ এস আই জাকির হোসেন শুরু করেন মাদক বিরোধী একরে পর এক অভযিান অভিযানের শুরুতেই তিনি চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার এলাকার মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ইয়াবা, গাজা ও ফেন্সিডিল সহ আটক করে। এ ছাড়াও তিনি প্রায় ৫০-৬০টি মাদক আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরন করে সব ছাড়া বড় কথা হলো মানুষের সততা তিনি গাজীপুর মহানগরের নাওজোর এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০ লক্ষ টাকা উদ্ধার করে উক্ত টাকা আসল মালিকের হাতে বুঝিয়ে দিয়ে এলাকায় বেশ সুনাম অর্জন করেছেন। তা ছাড়া তিনি চান্দনা চৌরাস্তার দিঘীর চালা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসীকে আটক করে অন্ত্র আইনে মামলা দিয়েছেন। এ ছাড়াও তিনি একটি শিশুকে আপহৃরণ কারীদের কাছ থেকে একটি শিশু কে উদ্ধোর করে তিনি সেই শিশুকে তার পরিবারের নিকট দিয়েছেন। সইে সাথে কঠোরভাবে নর্দিশে দয়িে মাদকরে বরি“দ্ধে নয়িমতি অভযিান চালানোর অব্যহত থাকার ঘোষনা দয়োর পর থকেইে এস আই জাকির হোসেন আতঙ্করে মধ্যে আছে সন্ত্রাস চাদাবাঁজ মাদক ব্যবসায়ী ও সবেনকারীরা বলে জানান স্থানিয় লোকজন। তথ্য অনুসন্ধানকোলে স্থানয়িরা আরো জানান, যে সব অসাধু ব্যাক্তি এক প্রকার প্রকাশ্যে ইয়াবা, মদ ,গাজা, ফেন্সিডিল বিক্রিি ও সেবন করতো তারা অনকেইে এস আই জাকির হোসেনর আতঙ্কে এক প্রকার এখন গা- ঢাকা দিয়ে আছে।তাছাড়া এলাকায় সেবনকারীদের আনাগোনা ও মাতলামো আর তেমন চোখে পড়ছেনা বলেও জানিয়েছেে এলাকার লোকজন। এব্যাপারে এস আই জাকির হোসেন বলেন, আমি এ ফাঁড়তিে যোগদান করার পর থকেইে মাদকরে বরিুদ্ধে অভযিান শুরু করছে।ি ইতমিধ্যইে আপনারা জেনেছেন আমাদের শ্রদ্ধীয় পুলিশ সুপার স্যার তিনি প্রথম থেকেই মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। স্যারের নিদের্শেই আমরা মাদকের বিরোধে একের পর এক মাদকের বিক্রতাদের বিরোদ্ধে অভিযান পরিচালনা করে আসছি। তাই সন্ত্রাস চাঁদাবাজ মাদক কেনাবেচার সাথে জড়িত কাউকেউ ছাড় দেয়া হবেনা