ফেনীর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে : এমপি নাসিম চৌধুরী

ফেনী :
ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম বলেছেন, দেশি-বিদেশী সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান’র সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক নতুন দিগন্তের শুভ সুচনা করেছেন।

এটি একটি লড়াই, এ লড়াই চলবে। দেশরত্ন শেখ হাসিনার এ লড়াইয়ে ফেনী জেলা আওয়ামীলীগ অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থাকবে।

মঙ্গলবার টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ জিয়ারত শেষে ফেনী জেলা আওয়ামীলীগের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম চৌধুরী বলেন, ফেনীর উন্নয়ন ও শান্তির ধারা অব্যহত রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সভায় জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহম্মদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে ফেনী জেলার সকল ইউনিটের জনপ্রতিনিধি, আ’লীগ ও সকল সহযোগী সংগঠনের এক হাজার পাঁচশত নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধিসৌধ জিয়ারত করতে টুঙ্গীপাড়ায় যান। এছাড়া নেতৃবৃন্দ পদ্মা সেতু পরিদর্শন করেন।

#বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *