ফেনী প্রতিনিধি:
ফেনী-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, পরিবারের সবাইকে সাথে নিয়ে ভোট চাইতে এসেছি। একটি ভোট ভিক্ষা চাই।

জাল ভোট নয়, আপনাদের ভোটে এমপি হতে চাই। নির্বাচিত হলে আপনাদের সেবা করবো, এলাকার উন্নয়ন করবো, শান্তি ও সহাবস্থানে রাখবো ইনশাল্লাহ।
শনিবার সকালে পুর্ব ফাজিলপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

নিজাম হাজারী বলেন, দীর্ঘ দশ বছর আপনাদের সমর্থন পেয়ে এমপি হিসেবে দায়িত্ব পালন করেছি। নিজেকে এমপি মনে করিনি, আ’লীগ থেকে নির্বাচিত হয়ে নিজেকে দলীয় এমপি মনে করিনি। সবাইকে সমান দৃষ্টিতে দেখেছি, সব জায়গায় সমান উন্নয়ন করেছি। ৭জানুয়ারি ভোট কেন্দ্রে যাবেন, যাকে মন চায়, তাকে ভোট দিবেন।
পথসভায় আরও বক্তব্য দেন, নিজাম হাজারী স্ত্রী নাসরিন আক্তার, উপজেলা চেয়ারম্যান শুসেন শীল, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিম উল্যাহ, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন, উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আবছার আপন প্রমুখ।