ফেনী প্রতিনিধি :
ফেনী জনশক্তি অফিসের ভয়াবহ দূর্নীতির সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক যতন মজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন ফেনীর প্রশাসন সহ বিভিন্ন মহল।গত ১৩ এপ্রিল দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিক এ নিয়ে সরেজমিন সংবাদ করতে গিয়ে স্থানীয় ক্যাডার বাবু বাহিনীর মুখোমুখি হতে হয়।
এ বিষয়ে দৈনিক যুগান্তর,ফেনীর সময়,আমাদর ফেনী, বাংলার দর্পন ডটকম ও পর্যাক্রমে বিভিন্ন পত্রিকা ও অনলাইন পোটালে সংবাদ প্রকাশ হয়। এ প্রশংসনীয় কাজকে ভিন্ন দিকে প্রভাহিত করতে কয়েক জন নিন্দুক সংবাদ কর্মী বিভিন্ন রকম মন্তব্য করতে দেখা যায়। অাবার প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন মহল থেকে সাংবাদিক যতন মজুমদারকে ধন্যবাদ জানানো হয়।
২০ এপ্রিল ফেনীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানার নেতৃত্বে একটি দল জনশক্তি অফিসে ঝটিকা অভিযান চালান। খোঁজ খবর নিতে গিয়ে দুর্নীতির থলের বিড়াল বের করে।
জনশন্তির অফিসের দুর্নীতি বাজ পরিচালক নিজাম উদ্দিন অপকটে চিত্রের বর্ণানা দিতে গিয়ে জানান, উক্ত অফিসে বিদেশগামীদের জিম্মিকরে টাকা আদায় করতো বাবু বাহিনী। এ বাহিনীর প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে ছিলেন স্থানীয় কাউন্সিল সিরাজুল ইসলাম সিরাজ।
আগামী ৫দিনের মধ্যে ফেনী নাজির রোড়ের ক্যাডার বাহিনীর জিম্মিদশা থেকে বিদেশগামীদেরকে রক্ষা করতে জনশক্তি অফিসের স্থানান্তর হচ্ছে বলে জানা যায়।