বাংলার দর্পন আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে বন্দুকধারীর গুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত ও আরেক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এসময় হামলাকারীও নিহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমে বলা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল প্যারিসের চ্যাম্পস-এলেসিস অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে। বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। আকাশে হেলিকপ্টার টহল দিচ্ছে।
নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে ওই বন্দুকধারীও মারা যান। দেশটির সন্ত্রাসবিরোধী ইউনিট এরই মধ্যে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিয়েরে হেনরি ব্রানডেট গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিকভাবে এটি আইএস জঙ্গিদের কাজ বলে তাদের ধারণা। এ ঘটনার পর প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ প্রধানমন্ত্রী বেরনার্ড কাজেনিউভ ও স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাথিয়াস ফেকলকে নিয়ে জরুরি বৈঠকে বসেন।
এদিকে জঙ্গি সংগঠন আইএসের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করেছে।
এবিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমবেদনা জানিয়ে, জঙ্গিহামলার আশঙ্কার কথাই ব্যক্ত করেন৷
প্রসঙ্গত, রবিবার ফ্রান্সে রাষ্ট্রপতি নির্বাচন হতে চলেছে৷ ২০১৫-র হামলার পর থেকেই কড়া নজরদারিতে রয়েছে ফ্রান্স৷ বিগত দুবছরে ফ্রান্সে জঙ্গি হামলায় প্রায় ২৩০জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়৷