মুন্সীগঞ্জ :
পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওযা প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কারের চাপায় পথচারী বৃদ্ধা নিহত হয়েছে।
সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান,বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে পথচারী নারীর মৃত্যুর সংবাদ পায় তারা।
তবে ধারণা করা হচ্ছে বৃদ্ধা একপাশ থেকে আরেক পাশে যাওযার সময় কারটি চাপা মারলে সঙ্গে সঙ্গেই মারা যায় বৃদ্ধা।
ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহটি উদ্ধার করেন।
বৃদ্ধার পরিচয় না পেলেও এই এলাকায় সে ভিক্ষা করেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলে ওসি জানান।
বাংলার দর্পন