সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী জিরোপয়েন্টে ৪০ পিছ ইয়াবা সহ এক মাদক বিক্রেতাকে অাটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সোনাগাজী জিরোপয়েন্টে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের অাবুল কাশেমের ছেলে নুর মোহাম্মদ পারভেজ (২৭)কে অাটক করেছে এসআই ডালিম মজুমদার। এসময় তার দেহ তল্লাশী করে ৪০পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃত পারভেজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন অাইনে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদন / সৈয়দ মনির।