সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়ানোর শ্লোগানে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি-
‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টন, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি; রুখে দাঁড়াও সাম্প্রদায়িক অপশক্তিকে’ এই শ্লোগানে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকেলে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ এ আয়োজন করে।

এ সময় সমাবেশে সভাপতিত্বে করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালীর সভাপতি বিমলেন্দু মজুমদার। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক বাবুল কান্তি মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোট নোয়াখালীর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন কৈশোর, কবি আখতার জাহান শেলী, নোয়াখালী আবৃত্তি একাডেমির উপদেষ্টা আবু নাছের মঞ্জুু, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নোয়াখালীর সহ সভাপতি লায়লা পারভীন, সাধারণ সম্পাদক শামস্ ইবনে আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জাকির হোসেন বাবর চৌধুরী, নৃত্যশিল্পী আরাফাত খান, নাট্যশিল্পী অজিউল্লা নয়ন, দীপায়ন সংঘের দিবাকর সরকার, উদয় সংগীতালয়ের সজল চন্দ্র দাস।

সমাবেশে বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্ভিদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার মধ্য দিয়ে যারা বাঙালীর চিরায়ত সাম্প্রদায়িক ঐতিহ্যের গায়ে কালিমা দিয়েছে তারা মানুষ ও মানবতার শত্রু। বক্তারা দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অনুষ্ঠানে ‘বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ, বাংলার খৃষ্টন, বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি’ গানটি পরিবেশন করেন শিল্পী শুক্লা মজুমদার ও তার দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *