ঝিনাইদহে তিন মাসে ১৩৯ জনের আত্মহত্যা!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ:
তিন মাসে ১৩৯ জনের আত্মহত্যা করেছে ঝিনাইদহের জেলার ছয় উপজেলায়।

আইন-শৃংখলা কমিটি সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে
জেলায় একশ’ ৩৯ জন আত্মহত্যা করেছেন। এরমধ্যে নারী ৭১ জন এবং পুরুষ ৬৮ জন।

আত্মহত্যাকারীদের মধ্যে সর্বাধিক ৪৩ জন রয়েছে সদর উপজেলায়।

এ ছাড়া শৈলকুপা উপজেলায় ২৯ জন, হরিণাকুন্ড উপজেলায় ২৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৭ জন,
কোটচাঁদপুর উপজেলায় ১০ জন এবং মহেশপুর উপজেলায় ১৬ জন রয়েছেন।

ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান আত্মহত্যা প্রতিরোধে সামাজিক ভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে
জিও-এনজিওসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *