মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পৃথক ভাবে থানায় দায়েরকৃত ৫০টি মামলার অভিযুক্ত ৭০জন শিশুকে সংশোধনের জন্য ৬শর্তে মুক্তি দিয়েছে আদালত।
আজ বুধবার (১৩ অক্টোবর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ
বিচারক মোঃ জাকির হোসেন এই আদেশ দেন। পরে প্রত্যেক শিশুকে ১টি করে
ডায়রি ও ফুল দেওয়া হয়। ওই সময় শিশুদের মা-বাবা ও আত্মীয়-স্বজনরাও আদালতে
উপস্থিত ছিলেন।
শর্তগুলো হলো- (১) প্রতিদিন ২টি ভাল কাজ করে আদালতের দেওয়া ডায়রিতে লিখে
রাখতে হবে এবং বছর শেষে ডায়রি আদালতে জমা দিতে হবে, (২) বাবা-মা ও
গুরুজনদের আদেশ মানতে হবে, (৩) তাদের সেবা যত্ন ও কাজে সাহায্য করতে হবে,
(৪) নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ ও ধর্মকর্ম করতে হবে, (৫) অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে
ও (৬) মাদক থেকে দূরে থাকতে হবে।
আদালত সূত্রে জানা গেছে- কোমলমতি ৭০জন শিশু নানান ভাবে অপরাধের সাথে
জড়িত হওয়ার কারণে সুনামগঞ্জ জেলার বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ৫০টি
পৃথক মামলায় দায়ের করা হয়। এসব মামলায় ওই শিশুরাসহ তাদের পরিবারের অন্যান্য
সদস্যরাও ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ৭০জন শিশুকে নিয়মিত আদালতে হাজিরা
দিতে হতো। ফলে ওই শিশুদের ভবিষ্যৎ ও শিক্ষা জীবন ব্যাহত হচ্ছিল। এসব অসুবিধা
বিবেচনা করে আদালতের বিজ্ঞ বিচারক ৬ শর্তে ৭০জন শিশুকে সংশোধনের জন্য
মুক্তি দিয়েছেন।
এব্যাপারে সুনামগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট
হাসান মাহবুব সাদী সাংবাদিকদের বলেন- সংশোধনের সুযোগ পাওয়া শিশুরা
আদালতের আদেশ সঠিক ভাবে পালন করছে কি না তা পর্যবেক্ষণের জন্য জেলা
সমাজসেবাকে প্রবেশন কর্মকর্তা মোঃ সফিউর রহমানকে নির্দেশ দেওয়া
হয়েছে।