চরছান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলে জনপ্রিয় আ’লীগ নেতা মানিক

ফেনী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার ৬নং চর ছান্দিয়া বৃহত্তর ও সমৃদ্ধ একটি ইউনিয়ন । আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গ্রামে-গঞ্জে, চায়ের আড্ডায় চলছে আলাপ-আলোচনা। পছন্দের প্রার্থী নিয়ে কথা বলছেন বিভিন্ন রাজনৈতিক দলের মাঠকর্মী ও তৃনমূলের নেতাকর্মীরা। ইতিমধ্যে সম্ভাব্য অনেক প্রার্থী তৃনমূলে গনসংযোগ করেছেন।

 

ফেনী জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি তৃনমূল যাছাইয়ের মাধ্যমে দলীয় প্রার্থী বাছাই করার ঘোষনা দিয়েছেন। এর পর থেকে ফেনীর অন্যান্য উপজেলার মত সোনাগাজীর প্রতিটি ইউনিয়নে তৃনমুল পর্যায়ে আরো ব্যপক আলোচনা শুরু হয়েছে । চর ছান্দিয়ায় সম্ভাব্য চেয়ারম্যান পদে কয়েকজন মনোনয়ন প্রত্যাশী ইতিমধ্যে গনসংযোগ করেছেন।

 

তাদের মধ্যে অন্যতম ইউনিয়ন আ’লীগের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক আবদুর রহিম মানিক । জেলা ছাত্রলীগের সাবেক এই নেতার তৃণমূলে রয়েছে বেশ জনপ্রিয়তা । । তিনি ১৯৮০সালে পহেলা জানুয়ারী চর ছান্দিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

সোনাগাজী মো. ছাবের পাইলট উচ্চ বিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থআয় ছাত্রলীগের কর্মী হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। মানিক ফেনী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও দীর্ঘদিন সোনাগাজী উপজেলা আ’লীগের সদস্য হিসেবে দায়ীত্ব পালন করেন। তিনি ফেনী সরকারি কলেজ থেকে বিএসএস পাশ করে রাজনীতির পাশাপাশি ব্যাবসা করেন।

 

তিনি আদর্শিক পিতার সন্তান হিসেবে কখনো দলীয় সিদ্ধান্তে বাহিরে যাননি । তাঁর পিতা মো. ইস্রাফিল মিয়া মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামীলীগের নিবেদীত কর্মী ছিলেন। পরিবারের সকল সদস্য আ.লীগের নিবেদীত কর্মী-সমর্থক।

 

বড় ভাই আবদুল হাদি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি , বড় ভাই হাজী সেলিম উপজেলা যুবলীগের সহ সভাপতি, বড় ভাই জাহাঙ্গীর আলম উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছোটভাই ইকবাল বাহার ফয়সল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষানুরাগি ও নিবেদীত সমাজসেবক হিসেবে সুনাম রয়েছে তাঁর।

 

রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রে গুম হয়েছেন মানিকের ছোটভাই যুবলীগ নেতা সারোয়ার জাহান বাবুল। এখনো লাশ পাওয়া যায়নি।

চর ছান্দিয়ার ওয়ার্ড আ’লীগের সভাপতি-সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ইউনিয়নের চেয়ারম্যান পদে সম্ভাব্য সকল মনোনয়ন প্রত্যাশীর মধ্যে তৃনমূলে সবচেয়ে জনিপ্রয় আবদুর রহিম মানিক। তৃনমুল নেতারা সবসময় সুখে-দুঃখে একমাত্র তাকেই পাশে পেয়েছেন । তাই তৃনমূল যাচাইয়ে তাকেই পছন্দের প্রার্থী মনে করছেন ওয়ার্ড আ’লীগের সভাপতি-সম্পাদকগণ।

ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম হাজারীর সাথে আবদুর রহিম মানিক।

আবদুর রহিম মানিক জানান, ছাত্রজীবন থেকে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে রাজনীতি করার চেষ্টা করেছি। নিজের ও পরিবারের অর্থ ব্যায় করে দলের নেতাকর্মীসহ সব শ্রেনী পেশার লোকদের সুখে-দুঃখে পাশে ছিলাম ।

 

২০০১ এর নির্বাচনের পর (জোট সরকার আমলে) মামলা হামলাসহ বহুবার স্বপরিবারে নির্যাতনের শিকার ও গ্রামছাড়া হয়েছি। বারবার মিথ্যা মামলায় জুল জুলুমের শিকার হয়েছি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও ফেনী জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপির শান্তি এবং সহাবস্থানের রাজনীতি নিয়ে সব সময় তৃণমূলের সাথে ছিলাম। দীর্ঘদিনের অবহেলিত চর ছান্দিয়া ইউনিয়নবাসি ও নির্যাতিত নিপীড়িত আ’লীগ এবং সহযোগী সংগঠনের তৃনমূল নেতাকর্মীদের সেবা করার লক্ষে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশি।

 

আমাদের অভিভাবক নিজাম উদ্দিন হাজারী এমপির সার্বিক সহযোগীতা ও তৃনমূলের সমর্থন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত চরছান্দিয়া ইউনিয়নকে জেলার উন্নত, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ। আশাকরি দলের সর্বস্তরের নেতাকর্মীরা আমাদের সকল ত্যাগের মুল্যায়ন করবেন।
বাংলার দর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *