রামগড়ে মামলার বাদীকে পুড়িয়ে হত্যা

মোশারফ হোসেন, রামগড়, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির রামগড়ে চাইথোয়াই মারমা (৬০) নামে এক ব্যক্তির মাথায় ইট দিয়ে আঘাত করে গায়ে তেল ঢেলে পুড়িয়ে হত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় জনতার কাছ থেকে জান যায় মঙ্গলবার সন্ধ্যায় চাইথোয়াই মারমা বাজারে যাওয়ার সময় বাসার অদূরে রাস্তায় আরিফিন শরীফ (২৫) নামে এক যুবক আকস্মিকভাবে মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে গুরুতর আহত করে গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এসময় আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কর্তব্যরত চিকিৎসক ডা. নরেন চৌধুরী জানান, আগুনে চাইথোয়াই মারমার শরীরের ৮০ ভাগ পুড়ে যায়। এছাড়া শরীরে আঘাতের চিহ্ন চিলো।

এদিকে পুলিশ আরফিন শরীফকে গ্রেফতার করেছে।নিহতের ছেলে অংশিউ মারমা জানায় তাদের প্রতিবেশী শরীফ সোমবার রাত সাড়ে ১১টায় তাদের ঘরে আগুন দিয়েছিল, এ ঘটনায় আজ মঙ্গলবার তার বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন।

হত্যার ঘটনায় আটক শরীফের বাবা আবু আহমেদ জানায় ঘটনাটি শুনেছে, তার ছেলে ঘটনার সাথে জড়িত কি না তা জানে না। তবে

আবু আহমেদ জানায়, তার ছেলেটি গত ২ বছর যাবৎ মানসিকরোগে ভুগছে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে তার মানসিক চিকিৎসা করা হয়।

রামগড় থানার ওসি(তদন্ত) রাজীব কর জানান, হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে শরীফকে পুলিশ গ্রেফতার করেছে। সে মাস্টারপাড়ার আবু আহমেদর ছেলে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হচ্ছে। এ ব্যাপারে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *