ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে জামাল উদ্দিন(৪৫) নামে ডাকাতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে ২১ বছর পর গ্রেপ্তার কেরেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জামাল উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ড রাজাপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, ২০০০ সালের একটি ডাকাতি মামলায় ১৭ বছর সাজাপ্রাপ্ত হয়ে ২১ বছর পালাতক ছিলেন এই আসামি ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে মডেল থানার এসআই নিয়াজ মো. খান ।