ছাত্রলীগ নেতা সাইফুল হত্যা মামলার আসামী গ্রেফতার

 

তানভীর আলম:

 

কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি আবু সাঈদকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার দুপুরে শহরতলীর দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।ডিবি সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির এসআই শাহীন আলমের নেতৃত্বে ডিবির একটি দল সদর উপজেলার দৌলতপুরএলাকা থেকে আবু সাঈদকে গ্রেফতার করে। তিনি দৌলতপুর এলাকার আবুল হাসেমের ছেলে।ডিবির জিজ্ঞাসাবাদে সাঈদ ছাত্রলীগ নেতা সাইফুল হত্যার আসামি বলে স্বীকার করায় তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।গত ২০১৫ সালের ১১ এপ্রিল কুমিল্লা টাউন হল মিলনায়তনে ছাত্রলীগের একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার পর কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামকে শহরের ব্যস্ততম কান্দিরপাড় এলাকায়প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।এ ঘটনায় ১৩ এপ্রিল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক জিএস ও কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়কজহিরুল ইসলাম রিন্টু বাদী হয়ে ২২ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সিআইডি।এ বিষয়ে ডিবির ওসি একেএম মঞ্জুর আলম জানান, গ্রেফতারকৃত সাঈদের বিরুদ্ধে ডিবির নিকট অন্য একাধিক বিষয়ে কিছু তথ্য ছিল, তাই তাকে আটকের পরই জানা গেছে তিনি সাইফুল হত্যার আসামি। ডিবি হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *