ফেনী প্রতিনিধি :
সোনাগাজীর ঐতিহ্যবাহি হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড ।
কমিটিতে সাবেক সভাপতি হাজী আবু সুফিয়ানকে সভাপতি করা হয়েছে ।
চার সদস্যের উক্ত কমিটিতে পদাধিকার অনুযায়ী প্রধান শিক্ষক মাহবুবুল হককে সদস্য সচিব , চর ছান্দিয়ার ইউপি সদস্য মোহাম্মদ শাহজাহানকে অভিভাবক প্রতিনিধি ও আনোয়ার হোসেন টিপুকে শিক্ষক প্রতিনিধি করা হয়েছে ।
আজ সকালে আহ্বায়ক কমিটির প্রথম সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সেকান্তর মিয়া ও নবগঠিত কমিটির সকল সদস্যকে ফুল দিয়ে বর্ন করে নেন সহকারি প্রধান শিক্ষক আবদুর রহিম মামুনসহ সহকারি শিক্ষকবৃন্দ ।
অনুমোদিত এই আহ্বায়ক কমিটি আগামী ৬মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করবেন ।
সৈয়দ মনির/বাংলারদর্পণ