নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, করোনাভাইরাস খুব ভয়ংকর রোগ। প্লিজ আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলুন। সরকারের দেওয়া নির্দেশনা গুলো মানুন। কেউ যদি খাদ্য সংকটে পড়েন তাহলে ৩৩৩ নম্বরে ফোন করুন।
শনিবার (০৩ জুলাই) বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এসব কথা বলেন।
একরামুল করিম চৌধুরী বলেন, ফেসবুকসহ বিভিন্ন স্থানে গুঞ্জন শোনা যাচ্ছে। আমি ২৫ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আছি এবং ১৩ বছর ধরে নোয়াখালী-৪ আসনের এমপি। আসলে মানুষকে সেবা দিতে পোস্ট লাগে না। আমি আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও আপনাদের পাশে থাকব।
তিনি বলেন, আমি আপনাদের নেতা। আপনাদের ভোটে তিনবার এমপি নির্বাচিত হয়েছি।
একরামুল করিম চৌধুরী আরও বলেন, এবার যদি নোয়াখালী আসি তাহলে আগের মতো সব এলাকায় যাব। আবার আমাদের উন্নয়ন হবে। রাজনীতিতে কেউ দিতে আসে আর কেউ নিতে আসে। আমি দিতে এসেছি, নিতে নয়। আমি আপনাদের ভালোবাসি। আবারও বলছি, আমি আপনাদের ভালোবাসি।
ব.দ/নোয়াখালী