ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি মোল্লার হাটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
গাছ লাগাও পরিবেশ বাঁচাও শ্লোগানকে সামনে রেখে রোববার সকালে মোল্লার হাট পুলিশ তদন্ত কেন্দ্রে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মজিবুর রহমান একটি আমগাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচী উদ্বোধন করেন।
এ সময় মোল্লার হাট তদন্তকেন্দ্রের অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহর তত্ত্বাবধানে পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মজিবর রহমান বলেন, গাছ লাগিয়ে ভর দেশ, তৈরি কর সুখের পরিবেশ -এ শ্লোগান বাস্তবায়ন করতে সকলকে ঔষধি ও ফলজ গাছ লাগানোর আহ্বান জানান।