সুমন পাটোয়ারী, দাগনভূঞা :
দাগনভূঞায় মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টায় রামনগর কেএমসি (র:) উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাযা ও সকাল ১১টায় দাগনভূঞা উপজেলার স্থানীয় সরকারি আাতাতুর্ক মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
পরে জগতপুর দোস্ত মোহাম্মদ ভূঁইয়া বাড়ী ঈদগাহ মাঠে তৃতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, দাগনভূঞার রামনগর কেএমসি ( র:) উচ্চ বিদ্যালয় ও হাজী সফি উল্যাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন চৌধুরী(৮৪) রবিবার বেলা ১ টার দিকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে,চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।