ফুলগাজীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফজলুল হকের বসতঘরে পুড়ে ছাই

জহিরুল ইসলাম রাজুঃ
ফেনী ফুলগাজীর আমজাদহাটের উত্তর ধর্মপুর মধ্যম পাড়া গ্রামের ফজলুল হকের বসতঘরে ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সব পুড়ে ছাই।

এতে তার ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র সহ নগদ টাকা-পয়সা পুড়ে ছাঁই হয়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্ত ফজলুল হক ওরফে(হজলক) জানায়, ২৪ এপ্রিল (শনিবার) ভোর ৬ টা ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত ঘটে আস্তে আস্তে পুরো ঘরে আগুন জ্বলতে থাকে।

এসময় স্থানীয়রা এলাকাবাসী ফুলগাজী ফায়ার সার্ভিস’কে খবর দিলে ফায়ারসার্ভিস ইউনিট ঘটনাস্থলে আসতে বিলম্ব হওয়ায় ঘরে থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও টাকা পয়সা পুড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *