নোয়াখালীতে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক

নোয়াখালী প্রতিনিধি-
নোয়াখালীতে দ্বিতীয় ধাপে মহামারি করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় নতুন করে ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজকের আক্রান্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ ।

শুক্রবার (৯ এপ্রিল) রাত পৌনে দশটায় বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় নোয়াখালী জেলায় নতুন করে ৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে নোয়াখালী সদরের ২০জন, সূবর্ণচরের ৪জন, হাতিয়ার ০০ জন, বেগমগঞ্জের ২৭জন, সোনাইমুড়ির ৯জন, চাটখিলের ৪ জন, সেনবাগের ৭ জন, কোম্পানীগঞ্জের ৫ জন এবং কবিরহাটের ৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬৫৭৮জন। মোট আক্রান্তের হার ৯ দশমিক ১৭ শতাংশ।

তিনি আরো বলেন, জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা ৫৫২৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় কোন মৃত্যু নাই। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ৯৩জন। মৃত্যুর হার ১ দশমিম ৪১ শতাংশ। গত ২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ ৬২৮ জন। আজকের প্রাপ্ত ফলাফল ৬২২জন। এর মধ্যে করোনা পজিটিভ ৮৪জন এবং নেগেটিভ ৫৩৮জন।
জেলা স্বাচিপ সভাপতি ডা. ফজলে এলাহী খান বলেন, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে বিপদের শঙ্কা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার তাগিদ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *