ফেনী প্রতিনিধি :
সোমবার বিকালে সোনাগাজী পৌর শহরে জগ মার্কার সমর্থনে গনসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী শেখ সেলিম।
এসময় পৌরসভার ১নং ওয়ার্ডের বাখরিয়া, ২নং ওয়ার্ডের উত্তর চর ছান্দিয়া , ৩নং ওয়ার্ডের চর ছান্দিয়া , আল হেলাল সড়ক , মুক্তিযোদ্ধা গোলাম মাওলা সড়ক ও পৌর শহরের প্রধান সড়কে গনসংযোগ করেন ।
এতে পৌর এলাকার বিপুল সংখ্যক কর্মী , সমর্থক ও সাধারন ভোটার উপস্থিত ছিলেন ।
তিনি উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ।
গনসংযোগ কালে শেখ সেলিম বলেন , দুর্নীতির বিরুদ্ধে , অপরাজনীতির বিরুদ্ধে জগ মার্কায় ভোটদিন । তিনি বলেন, গনসংযোগে জনগনের অংশ গ্রহন ও তাদের আশ্বাস অনুযায়ী জয়ের ব্যপারে আশাবাদি।
উন্নত ও ডিজিটাল পৌরসভা গঠনের লক্ষে তিনি সকলের সমর্থন কামনা করেন ।
বাংলার দর্পন ।