সংবাদ বিজ্ঞপ্তি-
ফেনী’ প্রেসক্লাবের আয়োজনে স্বাধীনতার সুবর্নজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬মার্চ সন্ধায় ফেনী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাথা ইতিহাস নিয়ে আলোচনায় অংশ নেন , সংবর্ধিত অতিথি ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বিশিষ্ট শিল্পপতি বীর মুক্তিযোদ্ধা শাহুদুল হক বুলবুল ও সোনাগাজীর একমাত্র প্রশিক্ষিত নারী বীর মুক্তিযোদ্ধা শাহাদাত আরা বেগম সাঈদা জাহাঙ্গীর।
বক্তারা মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ করে বলেন, নানান কারনে ইতিহাস বিকৃত হয়েছে, এখনি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতি সংরক্ষন করতে হবে।
অনুষ্ঠানে ফেনী’ প্রেসক্লাব সভাপতি জসিম মাহমুদ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এনএন জীবনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শাহজালাল রতন, ফেনী জিএ একাডেমির প্রধান শিক্ষক তাজুল ইসলাম,
ফেনী’ প্রেসক্লাব সহ সভাপতি শেহাব উদ্দিন লিটন, সৈয়দ মনির আহমদ, সাবেক সাধারন সম্পাদক ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক কাজী হাবিবুল্যাহ সুমন, কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক- এম শরীফ ভুঞা,মহিলা সস্পাদীকা সাহিদা সাম্যলিনা , ক্রীড়া সম্পাদক- ওমর ফারুক, সাহিত্য সম্পাদক শফি উল্লাহ রিপন, ধর্ম সম্পাদক- আহসান উল্লাহ, নির্বাহী সদস্য কাজী নজির আহমেদ, হাসান মাহমুদ, জসিম উদ্দিন ফরায়েজি, গাজী মোঃ হানিফ প্রমুখ ।