মির্জার অভিযোগ কল্পনা প্রসূত ভিত্তিহীন বলে নাকচ করল এমপি একরাম

নোয়াখালী প্রতিনিধি-
বাংলাদেশ আ.লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অভিযোগে নাকচ করে পাল্টা জবাব দিয়েছ নোয়াখালী (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধূরী।

এর আগে, শনিবার (১৩ মার্চ) সকাল ১১টায় কাদের মির্জা তার অসুসারী নেতাকর্মিদের গ্রেপ্তারের অভিযোগ তুলে বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে কাদের মির্জা অভিযোগের তীর ছুড়েন, নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরাম চৌধুরী ও ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর অস্ত্র আমার বিরুদ্ধে ব্যবহার হচ্ছে। তারপওে তিনি দাবি করেন শুক্রবার রাতে একরাম চৌধুরীর বাড়িতে নিজাম হাজারী আর একরাম চৌধুরীর নিদ্দেশে তাকে হত্যা করার জন্য সেখানে বৈঠক করে এবং আমার এখানে আবারো হামলা করার তারা একটা প্রক্রিয়া করতেছে।

শনিবার (১৩ মার্চ) দুপুর ৩টার দিকে এমপি একরামুল করিম চৌধুরী এমপি ফোনে আবদুল কাদের মির্জার অভিযোগের জবাবে বলেন, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছি। গত এক সপ্তাহ ধরে আমি এলাকার বাহিরে। কাদের মির্জা তাকে হত্যা করার জন্য আমার বাড়িতে যে পরিকল্পনা হয়েছে বলে দাবি করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। এটি তার কল্পনা প্রসূত বচন। কারণ আমি ব্যবসায়ীক কাজে চট্রগ্রামে ব্যস্ত ছিলাম। এরপর অন্য কাজে ঢাকায় অবস্থান করছি। আমার স্ত্রী ও সন্তানও আমার সাথে অবস্থান করছেন। তাই কাদের মির্জার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *