সোনাগাজী পৌর নির্বাচন : দলীয় মনোনয়ন সংগ্রহ করলেন তিন নেতা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৬ষ্ঠ ধাপে আগামী ১১এপ্রিল ফেনীর সোনাগাজী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার পর দলীয় মনোনয়ন ফরম বিতরণ করেন বাংলাদেশ আ’লীগ ।

৭মার্চ থেকে ১০মার্চ পর্যন্ত দলের সভানেত্রীর কার্যালয় থেকে ৬ষ্ঠ ধাপে মনোনয়ন ফরম বিতরন করে আ’লীগের মনোনয়ন বোর্ড । সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছেন বর্তমান মেয়রসহ তিন নেতা ।

তারা হলেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও বর্তমান মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও বর্তমান কাউন্সিলর নুর নবী লিটন এবং পৌর আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারন সম্পাদক নুর আলম মিস্টার।

জানা যায়, মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে আগামী সপ্তাহে যেকোন দিন নৌকা প্রতিকের প্রার্থী ঘোষনা দেবেন। জেলা আ’লীগের সুপারিশে মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম খোকন ।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদি তিন নেতা তবে নতুন প্রার্থী চান তৃনমূল নেতাকর্মীরা। ইতিমধ্যে দলাদলি ভুলে নৌকার পক্ষে কাজ করার ঘোষনা দিয়েছেন মনোনয়ন প্রত্যাশিরা।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *