মোশারফ হোসেন, রামগড় :
ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের রামগড় রেঞ্জ অফিসের সামনে আজ বিকাল ৫.৪০ টায় পাথর বোঝাই ট্রাক (যশোর-ট ১১-২২০৫) সাথে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ ৫ জন আহত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন আহত ব্যাক্তিদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যায়,
আহত ব্যক্তিরা হলেন গার্ডের দোকান জামে মসজিদের ইমাম ও রামগড় নূরানী মাদ্রাসার শিক্ষক মাওলানা সামসুদ্দিন(২৭) পিতাঃ আমিনুল হক রামগড় উপজেলার নাকাপার মো:সুন্দর আলীর পুত্র মো: শহিদ একই এলাকার নুরুল ইসলামের অটোরিক্সার চালক মোঃ শহিদ রামগড়ের খাগড়াবিল এলাকার চৌধুরী মিয়ের পুত্র এ মোঃ নুরুল আমিন ও নুরুল আমিনের কন্যা রাজিয়া সুলতানা।
কর্তব্যরত চিকিৎসক এদের মাঝে তিন জনের অবস্থা গুরতর হওয়ায় মাওলানা সামসুদ্দিন, নুরুল আমিন ও রাজিয়া সুলতানা কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করেন বলে জানা যায়।
ট্রাক ও অটোরিক্সা রামগড় থানা হেফাজতে রয়েছে, তবে চালক ও তার সহকারী পালাতক আছে।