বঙ্গবন্ধু শিল্পনগরের জন্য ৪ হাজার ৩৪৭ কোটি টাকা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের মীরসরাইয়ে অর্থনৈতিক জোন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী (বিএসএমএসএন)’র দুটি ব্লকে প্রায় এক হাজার একরজুড়ে পরিবেশবান্ধব সবুজ শিল্প কারখানা (গ্রিন ইন্ডাস্ট্রি) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজা)র মাধ্যমে এর বাস্তবায়ন করা হচ্ছে। যার মধ্য দিয়ে ঘটতে চলেছে সবুজ শিল্পবিপ্লব।

এ সংক্রান্ত প্রকল্প মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উঠছে অর্থনীতি সংক্রান্ত জাতীয় কমিটি- একনেকের বৈঠকে। দায়িত্বশীল সূত্রে এ তথ্য নিশ্চিত করা গেছে। সূত্র মতে, প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৩৪৭ কোটি টাকা। যার মধ্যে বিশ্বব্যাংক থেকে ঋণ বাবদ পাওয়া যাবে ৩ হাজার ৯৬৭ কোটি ৪৬ লাখ টাকা। সরকারি অর্থায়ন হবে ৩৭৯ কোটি ৭৪ লাখ টাকা।

এই প্রকল্পকে দেশের শিল্প খাতের জন্য মডেল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন এসব বিনিয়োগের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরী হয়ে উঠবে দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল। ৩০ হাজার একর জমিতে নির্মিতব্য এই শিল্প এলাকায় অন্তত ১৫ লাখ মানুষের কর্মসংস্থান হবে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় চূড়ান্ত অনুমোদনের জন্য এ প্রকল্পটি উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প’ নিয়ে সবুজ শিল্প বিপ্লবের স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। তারা জানাচ্ছেন, প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের ডিসেম্বর মেয়াদে বাস্তবায়ন করা হবে।

প্রকল্পের যৌক্তিকতা হিসেবে জোর দেওয়া হয়েছে এর ভৌগলিক অবস্থান ও যোগাযোগ সুবিধাকে। সংশ্লিষ্টরা আরও জানাচ্ছেন- ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে করিডোর ও বঙ্গোপসাগর উপকূলের কাছাকাছি চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড এবং ফেনী সোনাগাজী উপজেলায় যোগাযোগ সুবিধা থাকায় এই এলাকায় দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব।

বঙ্গবন্ধু শিল্পনগরীর সঙ্গে যুক্ত হবে চট্টগ্রামে নির্মিতব্য বে-টার্মিনাল। এতে পণ্য আমদানি-রপ্তানি সহজতর হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে এ শিল্পনগরীতে দেশের বিভিন্ন কোম্পানির পাশাপাশি বিদেশি বিনিয়োগকারী হিসেবে জাপান, চীন, ভারত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, কোরিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া এগিয়ে এসেছে। গত নভেম্বর পর্যন্ত দেশি-বিদেশি মিলিয়ে অন্তত ১৯ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব এসেছে এই শিল্পনগরীর অনুকূলে, যার ১০ বিলিয়ন ডলারই বিদেশি বিনিয়োগ, জানিয়েছে বেজা।

যেসব ব্যবস্থা নেওয়া হবে প্রকল্প এলাকায়:

– অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরি করা
– পরিবেশ সহনশীল গ্রিন অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠা করা
– টেকসই ও পরিবেশ সহনশীলতা নীতি ব্যবহার

এছাড়াও শিল্পনগরের ভেতরে

– ৩০ কিলোমিটার চারলেন সড়ক,
– পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা,
– বিদ্যুৎ ও গ্যাস নেটওয়ার্ক,
– নিরাপত্তা বেষ্টনী,
– প্রশাসনিক ব্যবস্থা উন্নয়ন,
– ডিস্যালাইনেশন প্ল্যান্ট,
– স্টিম নেটওয়ার্ক,
– বায়োগ্যাস প্ল্যান্ট,
– সোলার প্যানেল ও
– বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *