নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মামলা করেছেন তরুণীর বাবা। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়।
হত্যার শিকার ওই তরুণী রাজধানীর বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
পুলিশ জানায়, ২৯ জানুয়ারি এক যুবক এবং ওই তরুণী রেস্টুরেন্টে যায়। সেখানে তরুণীটি অসুস্থ হয়ে পড়লে তাকে মোহাম্মদপুর থানা এলাকায় যুবকের পরিচিত একটি বাসাতে নিয়ে আসে।
পরে ভিকটিমের অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে থাকলে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান।
মামলার এজাহারে বলা হয়, তরুণী অসুস্থ হয়ে পড়লে একটি বাসায় নিয়ে আবারও ধর্ষণ করা হয়। তখন বেশি অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল জানান, বিষক্রিয়ায় মেয়েটির মৃত্যু হলেও মিলেছে ধর্ষণের সত্যতা।
মামলায় এখন পর্যন্ত অভিযুক্ত যুবকসহ আরও একজনকে আটক করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।
বাংলারদর্পণ