মোশারফ হোসেন, রামগড় :
রামগড় ৪৩ বিজিবি কর্তৃক উদ্ধারকৃত ১৪০ টি কচ্ছপের ঠাঁই হল ফেনী নদীতে। শনিবার সকালে রামগড় ৪৩ ব্যাটালিয়নের আওতাধীন চট্টগ্রাম এর মিরশ্বরাই উপজেলার কয়লার মুখ বিজিবি চেকপোস্টে একটি মাহিন্দ্রগাড়ীতে তল্লাশি চালিয়ে ৩টি বস্তাভর্তি ১০০ কেজি ওজনের ১৪০টি কচ্ছপ উদ্ধার করে ৪৩ বিজিবি।
উদ্ধারকৃত কচ্ছপগুলি বন্য প্রাণী সংরক্ষণ আইনে আটক করে। আইন গত প্রক্রিয়া শেষে নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে বিকাল ৪ টার সময় রামগড় পৌরসভার ২নং ওয়ার্ডস্থ বিজিবির রামগড় বিশেষ ক্যাম্প সংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়।
বিভিন্ন সাইজের জীবিত কচ্ছপগুলি সংরক্ষিত বনাঞ্চলের কোন জলাশয় থেকে চট্টগ্রামের নাজিরহাট বাজারে বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে জানিয়েছে রামগড় ৪৩ বিজিবি।