কয়রা, খুলনা, প্রতিনিধি :
শহীদ শেখ আবু নাসের এর সহধর্মীনী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ২ আসনের সংসদ সদস্য শেখ সালাউদ্দিনের মাতা ও বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের দাদি শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে মরহুমার রুহের মাগফেরাত কামনা সহ খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র মাতা ফাতেমা খানমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও (কয়রা-পাইকগাছার) সংসদের দ্রুত সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর বিকাল ৫ টায় উপজেলার মহারাজপুর ইউনিয়নের জাকারিয়া শিক্ষা নিকেতনের মাঠে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ- আল মাহমুদ এর আয়োজনে এবং তার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ নৌসাদ সালাম। এসময় রাজনৈতিক নেতাকর্মী, সুধিসমাজ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু পিত্তথলিতে পাথর জনিত কারণে অপারেশন শেষে বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার (অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দোয়া মাহফিলে তার জন্য রোগ মুক্তি কামনা করা হয়।