ফেনী’ প্রতিনিধি :
সোমবার সন্ধ্যায় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর কাছে এক পরিবারের বিরুদ্ধে মিথ্যা নালিশ জানাতে এসে ধরা পড়ল শর্শদীর ইউনিয়নের ৬ যুবক। নালিশ মিথ্যা প্রমানীত হওয়ায় তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন সাংসদ নিজেই ।
তারা হলেন, শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শেখ আহম্মদ পাটোয়ারীর ছেলে রিয়াজ, জয়নাল আবেদীনের ছেলে মোঃ আলাউদ্দিন, শামসুল হুদার ছেলে শাহাদাত হোসেন, মৃত আরব আলীর ছেলে আবদুল হাকিম, মোঃ ইব্রাহিমের ছেরে মোঃ ইয়াছিন (হুজুর), ৮নং ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আবদুল জলিলের ছেলে মোঃ মনির ও মোজাম্মেল হকের ছেলে অপু ।
প্রসঙ্গত, গত শনিবার রাতে ওই এলাকার ২/৩জন যুবক ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোঃ আলী মেম্বারকে তার বাড়ির সামনে তুলে এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যায়। তারা তাকে হাত পা বেঁধে মারধর করতে থাকে। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত রবিবার তার স্ত্রী ওই যুবকদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। সোমবার সন্ধ্যার দিকে আলী মেম্বার এসে শহরের মাষ্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারী এমপির সাথে দেখা করে এ ঘটনার বিচার প্রার্থনা করেন।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, তাদেরকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে।