বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর এর উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ | বাংলারদর্পণ

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ :
শীতে মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রকোপ বাড়তে পারে এমন আশংকায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে সামাজিক সংগঠন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর এর উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এমন স্লোগান দিয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিহীন জনসাধারনের মাঝে, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীসহ বাজারের দোকানীদের মাঝে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে এ কর্মসূচী আনুষ্ঠানিক ভাবে শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর এর উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামাল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর এর সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি রুবেল দাস, মাসুম খাঁন, সাধারণ সম্পাদক ওয়ালিদ আহম্মেদ রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, মামুনুর রশিদ কাবীলা, সংগঠনের সদস্য মোবাশ্বির আলম, এস.এম শরীফ ও জিহাদসহ সংগঠনের সদস্যবৃন্দ।

মরণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ করে ও সচেতনতা বৃদ্ধির লক্ষে লিফলেট বিতরণ করে জনগনকে উদ্বুদ্ধ করায় ” বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কুলিয়ারচর ” এর নেতৃবৃন্দ ও সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনটি সামাজিক কর্মকান্ডে আরো গতিশীল করার লক্ষে সংগঠনের উদ্যোক্তা উপজেলা আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট সমাজসেবক হাবিবুল্লাহ কামাল সার্বিক সহযোগীতা করার আশাবাদ ব্যক্ত করে বলেন, তরুন ও যুবকদের বেশীর ভাগ হলো ছাত্র। তাই ছাত্ররা সামাজিক সংগঠনের মাধ্যমে সামাজিক কর্মকান্ডে এগিয়ে আসলে সমাজ থেকে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, ধর্ষণ, গণ-ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ সমাজ থেকে নির্মূল করা সম্ভব এবং সমাজের উন্নয়ন কাজও গতিশীল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *