ফেনী’ প্রতিনিধি :
ধর্ষনের অভিযোগে ধৃত আরিফুল ইসলাম সাকিব’কে আজ দুপুরে ফেনী’ আদালতে সোপর্দ করে ৭দিনের রিমান্ড আবেদন করেন সোনাগাজী থানার ওসি সাজেদুল ইসলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে ২২ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করা হয়েছে।
ধর্ষক আরিফুল ইসলাম সাকিব(২৭) সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড পূর্ব সুজাপুর গ্রামের সারেং বাড়ীর মৃত আবুল কাশেম এর ছেলে।
উল্লেখ্য, একই গ্রামের এক স্কুল ছাত্রী ধর্ষনের মামলায় রবিবার রাতে সাকিবকে গ্রেপ্তার করা হয়।