কেশবপুরে মজিদপুর ৩নং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সমাবেশ

রাকিবুল হাসান সুমন, যশোর :
যশোরের কেশবপুর উপজেলার ৩ নং মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সন্ধ্যায় প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয় মাঠে উক্ত কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সুপরিকল্পনা নিয়ে রাজনীতি করেন বলেই আজকে দেশ উন্নয়নের মহাসড়কে। আগামী ২০২১ সালের আগেই শেখ হাসিনার নেতৃত্বে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এ জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ দাবায়ে রাখতে পারবে না। দলীয় কর্মকান্ড চলবে সংগঠনের নিময়ানুযায়ী। সংগঠন যত শক্তিশালী হবে, সরকারও তত শক্তিশালী হবে।

মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান পিরোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা ও কেশবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কার্ত্তিক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল গফফার, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু সাঈদ লাভলু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক, মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল হালিম প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, সাগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, পাঁজিয়া ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন প্রমুখ।

প্রধান অতিথি এমপি শাহীন চাকলাদার কেশবপুরে শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে ১ কোটি ৬ লাখ টাকা ব্যায়ে প্রতাপপুর নিভারানী মাধ্যমিক বিদ্যালয়ের নব-নির্মিত দ্বিতল ভবন উদ্বোধন করেন। পরে তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর জেলা ইউনিটের উদ্যোগে ঘুর্নিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ ৩২৩টি পরিবারের মাঝে প্রধান অতিথি হিসাবে সাড়ে ১৪ লাখ টাকা ও সবজী বীজ বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *