জহিরুল ইসলাম জাহাঙ্গীর:
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুলগাজী উপজেলার নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এক আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১১ অক্টোবর) বিকেলে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন জাসদের উদ্যোগে নতুন বাজার উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দ মিছিল শেষে বিদ্যালয় মিলনায়তনে জাসদের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠান করা হয়।
মুন্সিরহাট ইউনিয়ন জাসদ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেন পাটোয়ারীর পরিচালনা ও জাফর আহমেদের সঞ্চাচলনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাসদের সভাপতি মাস্টার নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাসদ সদস্য আবুল কালাম মজুমদার, উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া,আমজাদহাট ইউনিয়ন পরিষদ সদস্য জাসদ নেত্রী নাছিমা আক্তার প্রমুখ।
বক্তারা জাসদের কেন্দ্রীয় সাঃ সম্পাদক ও ফেনী-১ এর সাংসদ শিরীন আখতারের নেতৃত্বে সমাজতান্ত্রিক ধারায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত জাসদের সভাপতি ও সাঃ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মহান স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩১ অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠা হয়।