ফেনী’ প্রতিনিধি :
ফেনীর ফুলগাজীতে পৃথক পৃথক অভিযানে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ফুলগাজীর আমজাদহাট বাজারে অভিযান পরিচালনা করিয়া মেসার্স জালাল ট্রেডার্স এন্ড সার বিতানকে মেয়াদোত্তীর্ণ লালশাকের বীজ বিক্রির অপরাধে ৭ হাজার টাকা এবং ১টি মুদি দোকানকে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শেষে মেয়াদোত্তীর্ণ বীজের প্যাকেট জনসম্মুখে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফুলগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেন এবং ফুলগাজী থানার একটি টিম।
অন্যদিকে বিকালে ফুলগাজী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় ঘরোয়া হোটেলের মালিককে ৫ হাজার টাকা ও মজুমদার মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা ও ৬ জন পথচারীকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলগাজী উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ সাইফুল ইসলাম, ফুলগাজী থানার এএসআই রুপম দাস।