শেখ সিরাজউদ্দৌলা লিংকন কয়রা (খুলনা)-
খুলনার কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পরিচয় দিয়ে মোবাইল ফোনে (০১৭১৩১৬৬৬২১/ ০১৯১০৫৪১৯৩৯) নম্বর থেকে স্থানীয় ব্যবসায়ী, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা, ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করা হচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে প্রতারক চক্রের হাত থেকে সাবধান হতে সচেতনতা মুলক পোস্ট করেছেন এবং নিবার্হী কর্মকর্তা শুক্রবার (২ অক্টোবর) সকালে বিষয়টি কয়রা থানা পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন। উপজেলার উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা নুরুজ্জামান জানান, প্রতারক চক্রটি শুক্রবার সকালে মোবাইল ফোনে কয়রা ইউএনও’ পরিচয় দিয়ে ইউনিয়নে কয়টা বেকারী ও মিষ্টির দোকান আছে তার খোঁজ নেন।
পরে চক্রটি মিষ্টির দোকান মালিকদের কাছে ফোন ধরিয়ে দিতে বলে। প্রতারক চক্রটি পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে মামলা আছে বলে মীমাংসার (নাম কাটা) কথা বলে মোটা অংকের টাকা দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় ইউপি সদস্য গণেশ মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিকে জানাই।
দ
কয়রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আসাদুল ইসলাম জানান,অল্প কিছুদিন আগে এই প্রতারক চক্রটি আমাকে সকল মিষ্টির দোকানদারদের ফোন ধরিয়ে দিতে বলেছিলেন এবং ভ্যাম্যমান আদালত ও মামলার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করেন। বিষয়টি আমি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানাই।
জানা যায় প্রতারক চক্রটি উপজেলা,সদর, আমাদী, দক্ষিণবেদকাশিসহ বিভিন্ন ব্যক্তিবা প্রতিষ্টানের কাছে ইউএনও পরিচয় দিয়ে মোটা অংকের টাকা দাবি করে আসছেন। কেউ কেউ তাদের প্রতারণার ফাঁদে ও পড়ছে ।
কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন জানান,বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌখিক ভাবে জানিয়েছেন। তবে তিনি কোনও লিখিত অভিযোগ দেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমাদের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিমেষ বিশ্বাস জানান,বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্টানকে আমার পরিচয়ে মোবাইল ফোনে চাঁদা চাওয়া হয়েছে এমন তথ্য আমার কাছে বিভিন্ন মাধ্যমে আসছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে এসব তথ্য জানানো হয়েছে।