কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার মাসক সভা

রাকিবুল হাসান সুমন, যশোর :
যশোরের কেশবপুরে ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নিজস্ব কার্যালয়ে (শুক্রবার) বিকালে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে ৷

উক্ত মাসিক সভায় ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবতা মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামের সঞ্চালনায় উক্ত মাসিক সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সুষ্ময় হাওলাদার বিকাশ, সহ-সভাপতি মঞ্জুরুল আলম ডাবলু,সহ সভাপতি মীর আজিজ হাসান, সহ সভাপতি মীর আজিজ হাসান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল অধিকারী, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ কার্যনির্বাহী সদস্য সাবিনা ইয়াসমিন ঝরনা ৷

উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম লালটু, সহ-দপ্তর সম্পাদক রাকিবুল হাসান সুমন, মানবাধিকার বিষয়ক সচিব মৃদুল সরকার, সমাজ কল্যাণ বিষয়ক সচিব সঞ্জয় দাস, গণমাধ্যম বিষয়ক সচিব রবিউল ইসলাম, আইন বিষয়ক সচিব আখতারুজ্জামান, এছাড়া আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য তুষার সাহা, আবু সাঈদ, আজাদুল কবির প্রমুখ ৷

আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনায় পঙ্গবরণ কারী আঝারুল ইসলামকে আর্থির সহযোগিতা প্রদান করা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *