হাকিকুল ইসলাম খোকন :
চ্যানেল আইয়ের কিশোরগঞ্জ প্রতিনিধি শাহ আজিজুল হককে সভাপতি, সময় টিভির জেলা প্রতিনিধি নূর মোহাম্মদকে কার্যকরী সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি বিজয় রায় খোকাকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শাহ আজিজুল হক। খবর বাপসনিঊজ।
২০১৭ সালে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন হিসেবে কিশোরগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ করে। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুনভাবে এই কার্যকরী কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।
নতুন কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হচ্ছেন, সহ-সভাপতি শফিক আদনান(এটিএন নিউজ), যুগ্ম-সম্পাদক শরীফুল আলম (ডিবিসি নিউজ) ও ইমরুল হক শিল্পী (এসএ টিভি), সাংগঠনিক সম্পাদক সুলতান রায়হান ভূঞা রিপন (বাংলা টিভি), কোষাধ্যক্ষ টিটু দাস ( নিউজ টিয়েন্টিফোর), প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পলাশ (মাই টিভি)। কার্যকরী সদস্য যাথাক্রমে সুলতান মাহমুদ কনিক (চ্যানেল টুয়েন্টিফোর) ও রুমন চক্রবর্তী (এশিয়ান টিভি)। সভায় কিশোরগঞ্জে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করা হয়। কিশোরগঞ্জ টিভি জার্নালিষট এসোসিয়েশনের নব নির্বাচিত কমিটিকে যুক্তরাষ্ট্রপ্রবাসীদের অভিনন্দন ।
কিশোরগঞ্জ টিভি জার্নালিষট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের শোক-পক্ষ থেকে আমেরিকায় বসবাসকারী লেখক, সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনীতিক, সামাজিক সংগঠনের নেতৃবন্দ অভিনদন জানিয়েছেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র-এর সভাপতি ড.নুরান নবী, সাধারন সম্পাদক রেফায়েত চেীধুরী, ড.বামন দাস বসু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, শিশু সাহিত্যক হাসানুর রহমান, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , ভৃতত্ত্ববীদ গিয়াস উদ্দীন আহমেদ, কবি এবিএম সালেহ উদ্দীন , সাংবাদিক মোঃ নাসির, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, হেলালুল করিম,জোসেফ কেনেডি গোমেজ ,মানবাধিকার কর্মি নুরুন নাহার মেরী, আলমগীর ভুইয়া, সাংবাদিক হেলাল মাহমুদ, কায়কোবাদ খান, জালাল উদ্দিন জলিল, জাহাংগীর কবির, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, খুরশিদ আনোয়ার বাবলু, মুক্তিযোদ্ধা নজমুল ইসলাম চৌধুরী , মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাইদ, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চেীধুরী, শাহাদত হোসেন, ফিরোজ আহমেদ কলেলাল , ফিরোজ মাহমুদ ,ওসমান গনি,বিশ্বজিত সাহা,সুহাস বডুয়া,নাসিম পারভীন পারুসহ আরও অনেক গন্যমান্য ব্যাক্তিগণ।খবর বাপসনিউজ।
কিশোরগঞ্জের নতুন এ কমিটি আরো শক্তিশালী করবে এই প্রত্যাশা করেন নেতৃবৃনদ ।