গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী-
নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর ইউনিয়নে এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা মক্তবের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
অভিযুক্ত আব্দুল কুদ্দুস (২৪) কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার চৌদ্দদোনা পশ্চিম সাহপুর এলাকার কাজী সামছুল আলম’র ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। নির্যাতিতা শিশুর জবানবন্দী রেকর্ড শেষে ডাক্তারি পরিক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে, গতকাল বুধবার দুপুরের দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিশুকে সকালে মক্তবে আরবি পড়াতেন আব্দুল কুদ্দুস। মক্তবের পাশের একটি কক্ষে থাকতেন কুদ্দুস। বুধবার বিকাল ৩টার দিকে হুজুরের কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় ওই শিশুকে (৯) ডেকে পানি নিয়ে যেতে বলেন আব্দুল কুদ্দুস। এর কিছুক্ষণ পর শিশুটি পানি নিয়ে তার কক্ষে গেলে আব্দুল কুদ্দুস কক্ষের দরজা লাগিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে হুজুর আব্দুল কুদ্দুসকে আটক করে।
বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।