ফেনসিডিলসহ মাদক বিক্রেতা হানিফ আটক

কুষ্টিয়া প্রতিনিধি :
র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল আজ বৃহস্পতিবার দুপুর ২টার সময় ‘‘কুষ্টিয়া দৌলতপুর খাসমথুরাপুর স্কুল বাজার রোডস্থ হানিফ অটো সার্ভিস এর সামনে পাঁকা রাস্তার উপর’’ একটি মাদক অভিযান পরিচালনা করাকালে ফেন্সিডিল-১৫৬ বোতল মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে র‌্যাব-১২।
আটককৃত হচ্ছে দৌলতপুর খাসমথুরাপুর স্কুল বাজার পাড়া মৃত নুরু মিয়ার ছেলে আবু হানিফ, একই এলাকার রবি মোল্লার ছেলে জনি, দৌলতপুর ইউনিয়নের দারেরপাড়া গ্রামের আঃ রাজ্জাকের ছেলে চঞ্চল।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক এলাকাবাসী জানান, হানিফ মেকার দির্যদিন যাবত মাদক ব্যবসা করে আসলেও স্থানীয় পুলিশ ক্যাম্প হানিফের দোকান থেকে মাত্র এক শতগজ দুরে হলেও পুলিশ ক্যাম্প কোন ব্যবস্থা নেন নাই। বরং মথুরাপুর ক্যাম্পের অফিসার ফোর্স রা অধিকাংশ সময় হানিফের সাথে আড্ডা দেয়। বিষয়টি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা সুষ্ঠু তদন্তের জন্য আবেদন করছি।

এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত নিশিকান্ত সরকার জানান, কুষ্টিয়া র‍্যাব ১২, মাদক আইনে একটি মামলা করা হয়েছে ।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *