সাংসদ বাবু’র রোগমুক্তি কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল | বাংলারদর্পণ

শেখ সিরাজউদ্দৌলা লিংকন, কয়রা (খুলনা) প্রতিনিধি,
খুলনা -৬ (কয়রা পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু করোনা আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে আট সেপ্টম্বর মঙ্গলবার দিন ব্যাপি উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেঘের- আইট আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে কুরআন – খানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ।

সকাল আটটা থেকে কুরআন পড়া শুরু হয়ে বিকাল চারটায় খতমে কুরআন পরবর্তী মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, গ্রামবাসী, দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ইসলামী ফাউন্ডেশনের পরিচালক মাওলানা মাসুদুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান পলাশ।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *