কেশবপুরে মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

রাকিব আহম্মাদ সোহেল ,কেশবপুর :
যশোরের কেশবপুর হাসপাতালের পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের বিরুদ্ধে বহুবিধ অভিযোগ উঠেছে।

জানাগেছে, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের অতিরিক্ত দায়িত্ব হিসাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ৩দিন কর্মরত থাকার কথা। কিন্ত প্রতিদিনই সকাল ৯ টায় তার কক্ষ তালাবদ্ধ থাকে।

কখন তিনি আসে এবং কখন তিনি চলে যায় তা সুনিদ্রিষ্টভাবে কেউ বলতে পারেননি। এমনকি তাঁর তত্ত্বাবধায়ক ও তার কোন খবর রাখেন না। যার ফলে ডাক্তার সাদিয়া রায়হানের বিরুদ্ধে অফিস ফাকি দেওয়ার অভিযোগ উঠেছে।

এব্যাপারে পরিবার পরিকল্পনা বিভাগের যশোরের উপ-পরিচালক ডাক্তার মনোয়ার হোসেনের সাথে তার মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার সাদিয়া রায়হানের অতিরিক্ত দায়িত্ব হিসাবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সপ্তাহে ৩দিন কর্মরত থাকার কথা শিকার করেন। তবে সপ্তাহে কোন ৩ দিন ডাক্তার সাদিয়া রায়হানের কেশবপুরে কর্মরত থাকার কথা তা তিনি সুনির্দিষ্ট ভাবে বলতে পারেননি।

এব্যাপারে ডাক্তার সাদিয়া রায়হানের বক্তব্য নেওয়ার জন্য তাঁর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
বাংলারদর্পণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *