মোঃ মিরাজ উদ্দিন,
ফেনী জেলার পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ দীর্ঘ ৯বছর যাবত জনগন’কে সেবা দিয়ে যাচ্ছেন। রাতদিন জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলা উদ্দিন আহম্মদ চৌধূরী, ফেনী -২ আসনের সংসদ সদস্য, ফেনী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী,জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি খায়রুল বশর তপন মজুমদার, পরশুরাম উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল উদ্দিন মজুমদার, উপজেলা বিপ্লবী সাধারন সম্পাদক ও মেয়র নিজাম উদ্দিন আহমদ চৌধুরী সাজেল, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিনের আস্থাভাজন, সকলের স্নেহের ইউপি সদস্য ৫নং ওয়ার্ডের মোঃ আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ কতটুকু জনপ্রিয় তা মাঠ পর্যায় না গেলে বুঝা যায় না ।নিজের থাকার ভালো ঘর নাই কিন্তু অন্য’কে খুশী রাখতে নিজেকে রেখেছে নিবেদিত।
কাজ প্রিয় আবুল কালাম কাজ ছাড়া থাকতে পারে না। মহুরি নদী ও সিলনিয়া নদীর মাঝখানে আবুল কালামের এলাকা। বন্যাজলে বেস্তে গেছে ফাকা সড়ক। নিজের উদ্যোগে মানুষের জন্য সড়ক সহস্কার করে জনগনের চোখের মনি হয়ে রয়েছে।
করোনা কালীন সময় প্রধানমন্ত্রীর উপহার জনগনের হাতে পৌঁছে দিয়েছেন , টানা ৫ বার এই উপহার জনগনের ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছেন।
রোজার ঈদে গরীব দুঃখীর জন্য সেমাই চিনি ব্যবস্থা করে একশত পরিবার কে উপহার দিয়েছেন নিজ উদ্যোগে।শতভাগ প্রতিবন্ধী ভাতা নিশ্চিত করেছেন, ৮০% বিধবা ও বয়স্ক ভাতা নিশ্চিত করেছেন।
শুধু চিথলিয়া বাসী নয় পরশুরাম উপজেলা সহ ফেনী বাসী এমন মানবিক ইউপি সদস্য আবুল কালাম আজাদ’কে নিয়ে গর্বকরে।
এলাকাবাসী জানান, তৃতীয় বারের মতো দলিয় মনোনীত হবেন আবুল কালাম।আবুল কালামের এমন দেশপ্রেম বলে দেয়, জনপ্রতিনিধি মানে জনগনের সেবক এর বাইরে কিছুনা।
আবুল কালাম আশা করেন তার দল তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে এবং পুনরায় মনোনয়ন দিয়ে এলাকায় কাজ করতে সুযোগ দিবে।
বাংলারদর্পন