প্রতিবেদকঃ
জাতিকে ধ্বংস করতে সব করেছে জিয়া পরিবার। জিয়া, জিয়ার স্ত্রী এবং তার ছেলে সবারই হাতেই রক্তের দাগ- জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগের সাথে ভার্চুয়াল আলোচনা সভায় এ সব কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৩১ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
">প্রতিশোধ নিতে আওয়ামী লীগ ক্ষমতায় বসেনি মন্তব্য করে সরকার প্রধান আরো বলেন, বার বার চেষ্টা করেও জাতির পিতার নাম মুছে ফেলতে ব্যর্থ হয়েছে পরাজিত শক্তির দোসররা।
>শোক দিবসের এই আয়োজনে প্রধানমন্ত্রী বলেন, বার বার চেষ্টার পরও ব্যর্থ হয়েছে পরাজিত শক্তি। হত্যাকাণ্ডের পর পরিকল্পিতভাবে ছড়ানো হয় মিথ্যা তথ্য।
আগষ্টের ঘটনায় জিয়াউর রহমানের সম্পৃক্ততা এড়ানোর পথ খুঁজে লাভ নেই বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ প্রধান।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, বঙ্গবন্ধুসহ যাদের হত্যা করা হয়েছিলো কাউকে গোসল-কাফন দেওয়া হয়নি। বঙ্গবন্ধুকে টুঙ্গিপাড়ায় নেওয়া হয়েছিল। সেখানে গ্রামের মানুষ জোর করার কারণে তাকে গোসল দেওয়া হয়। কাফনের কাপড় ছিল না।
গ্রামের গরিব মায়েদের যে রিলিফের কাপড় দেওয়া হতো সেই কাপড় গুদাম থেকে এনে সেটা দিয়ে কাফন বানানো হয়। বাংলার মানুষের কাছ থেকে তিনি কিছু নিয়ে যাননি, দিয়ে গেছেন। তোমাদের মানুষের জন্য কাজ করতে হবে। কী পেলাম কী পেলাম না, এই মূল্যায়ন করতে গেলে মানুষের জন্য কাজ করা যায় না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশের কারণে একেবারে সব কিছু স্থবির হয়ে যায়নি। অর্থনীতির চাকা সচল রাখতে পেরেছি। আগামী ডিসেম্বরে স্কুলের ছাত্রছাত্রীদের জন্য আরও কিছু প্রণোদনা দেওয়া যায় কিনা সেটা চিন্তায় আছে, যাতে তারা জামা কাপড় কিনতে পারে। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্কটা পরতে হবে। যেন সংক্রমণটা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, প্রমুখ।
বাংলারদর্পণ