সেদিন অল্পের জন্য প্রাণে রক্ষা পান দেশরত্ন শেখ হাসিনা | বাংলারদর্পণ

প্রতিবেদকঃ
আজ রক্তাক্ত ও কলঙ্কময় একুশে আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২৪ নেতা-কর্মী নিহত হন।

আর অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই সময়ে বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

ওই ঘটনায় আহত হন আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী, যাঁদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন, কেউ কেউ আর স্বাভাবিক জীবন ফিরে পাননি। ঘটনার প্রায় এক যুগ পর ওই মামলার বিচারকাজ প্রায় শেষ পর্যায়ে এসেছে।

এই দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে ২১ আগস্টের শোককে শক্তিতে পরিণত করে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, একুশে আগস্টের হামলাকারী, পরিকল্পনাকারী, নির্দেশদাতা ও তাদের মদদদাতাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে।

শেখ হাসিনা আরও বলেন, চারদিকে গ্রেনেড বিস্ফোরণের মধ্যেও নেতা-কর্মীরা মানববর্ম সৃষ্টি করে সেদিন তাঁকে রক্ষা করেন। প্রধানমন্ত্রী ওই ঘটনায় সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *