প্রিয়াংকা চোপড়াকে অনেক ফলো করি: তানিয়া বৃষ্টি

বিনোদন প্রতিবেদক- ভিট চ্যানেল আই টপ মডেল ২০১২ প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় তানিয়া বৃষ্টির। এই প্রতিযোগিতায় হয়েছিলেন ২য় রার্নার আপ। এরপর কাজ করেছেন বেশ কিছু বিজ্ঞাপন, নাটকে। এছাড়াও কাজ করেছে বড় পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে।
তানিয়া বৃষ্টির ছোট বেলা থেকেই ইচ্ছে ছিল পর্দায় কাজ করার, আর দশটা মেয়ের মতো ডাক্তার হবে, ইন্জিনিয়ার হবে, ব্যাংকার হবে এরকম কোন ইচ্ছাই ছিল না তানিয়ার। তার স্বপ্ন ছিল অভিনয় করার। সেই স্বপ্ন এখন বাস্তব।
কি ভাবে শুরু হয়েছিল মিডিয়ার পথচলা ?
এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, শুরুটা ছিল খুবই মজার, অনেক ছোট থেকেই ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার সেই লক্ষ্যেই চেষ্টা করেছি। আর এ জন্যই “ভিট চ্যানেল আই টপ মডেল ২০১২” প্রতিযোগিতায় অংশ নেই এবং সকলের ভালবাসায় ২য় রার্নার আপ হই। এর পর গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনের অফার পাই সেখানে কাজ করি, এরপর আরো কিছু বিজ্ঞাপনে কাজ করি, নাটকে কাজ করি এরপর সিনেমায় কাজ করেছি।
এই সময়ে কি কি কাজ করছেন জানতে চাইলে বলেন, কয়েকটি সিরিয়ালে কাজ করছি। তারমধ্যে মাছরাঙ্গা চ্যানেলের ‘হাউজ ওয়াইফাই’, এটিএন বাংলায় ‘মন থেকে দূরে নয়’ দ্বীপ্ততে ‘পালকী’ সিরিয়ালটি চলছে। এছাড়া নতুন শুরু করলাম ব্যাচেলর ডট কম।
তানিয়া বৃষ্টি বিজ্ঞাপন, নাটকের বাহিরেও কাজ করেছেন বড় পর্দায়। বড় পর্দায় কাজের সম্পর্কে বলেন, এখন পর্যন্ত তিনটা সিনেমা করেছি। চথুর্তটা গুনী নির্মাতা সোহানুর রহমান পরিচালিত কিছু কারনে শুটিং বন্ধ আছে।
আরো দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, একটি সক্কু আহমেদ এর ‘দলিল’ এই সিনেমায় আমার সহ শিল্পী হিসাবে কাজ করবেন শিপন এবং আরেকটি সিনেমা দেবাশীষ বিশ্বাসের ‘তেজ’ এখানে আমি আর আসিফ নূর কাজ করবো। ‘চল পালাই’ শেষ করেই এই সিনেমার কাজ শুরু করবেন দেবাশীষ বিশ্বাস।
ছোট পর্দা এবং বড় পর্দা দুই জায়গাতেই কাজ করছেন তানিয়া। এই দুই মাধ্যমের কোন ক্ষেতে কাজ করার ইচ্ছে বেশি? এর জবাবে তানিয়া বলেন, আমি যেখানেই কাজ করিনা কেন, সব সময়ই ভিন্নধর্মী চরিত্রে কাজ করার চেষ্টা করি। আর আমার সিনেমায় কাজের ইচ্ছেটা বেশি। কারন, বড় পর্দা।
কোন ধরনের সিনেমায় কাজ করতে সাচ্ছন্দ্য মনে করেন?
এই প্রশ্নের জবাবে জানান, আগেই বললাম ভিন্নধর্মী চরিএে কাজ করতে পছন্দ করি। কিন্তু দেখবো যে সিনেমা গুলো ক্যারিয়ারের জন্য ভাল কিছু বয়ে আনবে, ভাল দিক হবে। আর গল্পের সাথে চরিত্র মিলে যাচ্ছে এমন কাজ করতে চাই।
তানিয়া বৃষ্টির কার অভিনয় ভালো লাগে এবং কাউকে আইডল মনে করে নাকি?
তানিয়া বলেন, আমি কাউকে ঐ ভাবে আইডল বলবো না তবে সাবানা ম্যাম এর সিনেমা আমি দেখি তার অভিনয় আমার ভালো লাগে এবং শাবনূর এর অভিনয় অনেক ভালো লাগে। আর দেশের বাহিরে প্রিয়াংকা চোপড়াকে অনেক ফলো করি।
যদি বলি তানিয়া বৃষ্টির স্বপ্নের নায়ক বা এ রকম কারো সঙ্গে কাজ করার ইচ্ছে আছে?
তিনি জানান, যদি স্বপ্নের নায়ক বলি সেটা শালমান শাহ, আর কাজ করার ইচ্ছে আছে শাকিব খানের সঙ্গে কারন সে আমাদের এখানকার সুপারস্টার তার সঙ্গে সবাই কাজ কাজ করতে চায়।
মিডিয়ার বাহিরে তানিয়া বৃষ্টি খুবই সাধারণ একটা মেয়ে। কাজের পাশাপাশি নিয়মিত চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। রাজধানীর একটি কলেজে মার্কেটিং বিষয়ের উপর অনার্স ২য় বর্ষের নিয়মিত ছাত্রী তানিয়া বৃষ্টি।
মানুষকে সহজে বিশ্বাস করে ফেলা তার একটি দুর্ভল ও খারাপ দিক এছাড়াও তিনি খুবই মিশুক টাইপের মেয়ে সহজেই সবার সঙ্গে মিশতে পারে বলে জানান তানিয়া বৃষ্টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *