কেশবপুরে ৩ মাদকসেবী গ্রেফতার | বাংলারদর্পণ

রাকিবুল হাসান সুমন, যশোর :
যশোর কেশবপুরে মদ খাওয়া অবস্থায় তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে,গোপন সংবাদ ভিত্তিতে বুধবার রাতে কেশবপুর পৌর শহরের কালীবাড়ি মন্দির এলাকায় মিন্টু শেখের বাড়ির সামনে থেকে থানার উপ-পরিদর্শক নাজমুল সঙ্গীয় ফোর্স নিয়ে মদ খাওয়া অবস্থায় তিন যুবককে গ্রেফতার করেছে। ওই সময় তাদের কাছ থেকে হাফ লিটার দেশী মদ উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার হাবাসপোল গ্রামের সোমীর সরদারের ছেলে ইয়াকুব আলী (৩৪) পৌরশহরের আলতাপোল মাছ বাজার এলাকার মৃত তারাপদ দাসের ছেলে সুমন দাস ও কৃষ্ণ দাসের ছেলে শুভ দাস।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, দেশীয় মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃত ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *