সোনাগাজী প্রতিনিধি :ফেনীর সোনাগাজী উপজেলা বগাদানা ইউনিয়নের আলমপুরে শনিবার রাতে রিপন(২৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সে অালমপুর গ্রামের সফিউল্যাহর ছেলে।
জানা যায়, শনিবার রাতে স্বাধীনতা দিবস উপলক্ষে দলীয় নেতা কর্মীদের সাথে মোটরসাইকেল মহড়ায় কাজিরহাট গিয়েছিল রিপন। ফেরার পথে অালমপুর স্কুলের সামনে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দিন জানান, রিপন যুবলীগের সক্রীয় কর্মী।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতা সেলিম মেম্বার ও রুস্তম আলী, বেলায়েত হোসেন চুট্টু নামের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, অাধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই ইউনিয়নে দীর্ঘদিন ধরে অা’লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে রিপনকে হত্যা করেছে প্রতিপক্ষরা।