গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী
নোয়াখালী সোনাইমুড়ীতে জসিম (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার ৮ নং সোনাপুর ইউনিয়নের বারুল পশ্চিম দৌলতপুর গ্রাম থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে আজ সকালের দিকে গলায় ফাঁস দিয়ে ওই ব্যক্তি আত্মহত্যা করেছে।
পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বাংলারদর্পণ